মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও পথসভা শুরু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শহর প্রদক্ষিণ করে পদযাত্রাটি।
পরে সুপার মার্কেটের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শ.ম.কামালের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদা খাতুন, জেলা শাখার সদস্য নাসিরউদ্দিন নাসু, জেলা যুব ইউয়িনের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক মুশফিকুর আহমেদ পান্না, নারীনেত্রী বন্যা আহমেদ ময়না প্রমুখ।