৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আনন্দ-উচ্ছ্বাসে কয়েক’শ বছরের পুরোনো শিব মন্দিরে পূজা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অন্তত ৮৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রাজা রাজভল্লভ শিব মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার এলাকায় বাৎসরিক পূজাকে ঘিরে প্রাচীণ ওই শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। দিনভর পূজা অর্চনা শেষে বিকালে সকলে বাড়ি ফিরে যান নির্বিঘ্নে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, মুন্সিগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। আমরা যুগ যুগ ধরে এখানে মিলেমিশে বসবাস করছি। মুসলিম-হিন্দু এখানে কোন ভেদাভেদ নেই।

প্রাচীন বিক্রমপুর সংক্রান্ত বিভিন্ন বইয়ে উল্লেখ আছে, উচ্চাভিলাষী ও অত্যন্ত ক্ষমতাধর মহারাজা রাজবল্লভ সন্ধ্যা-বন্দনার জন্য এই এলাকায় শিবমন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবমন্দিরকে কেন্দ্র করে এখানে একসময় তালতলা বন্দরও ছিলো। যা বর্তমানে বিলুপ্ত।

ইতিহাসবিদরা মনে করেন, এখানে অবস্থিত শিবলিঙ্গটি দৈর্ঘ্যর মাপে এশিয়া মহাদেশের সবচেয়ে বড়। মাটির নিচে এটি ঠিক কত ফুট তার কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা যায়, মাটির নিচে এটি প্রায় ২০০ ফুট। যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন হিন্দু ধর্মগুরুদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন বইতে। তাই একে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে অনেকে।

 

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!