২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩০
মুন্সিগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকাহাটি থেকে বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি এবং ১০ পিস ইয়াবাসহ পারভীন বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চরাঞ্চলের পূর্ব মাকহাটী গ্রামের ঈদগাঁও সংলগ্ন গনি মল্লিকের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তাদের সহযোগীতা করেন আনসার ভিডিপি ও পুলিশ কর্মকতারা।

আটককৃত পারভীন বেগম(৪০) চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামের গনি মল্লিকের স্ত্রী।

মুন্সিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গনি মল্লিকের বসত ঘরে তল্লাশি চালিয়েএকটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবাসহ পারভীন বেগমকে আটক করা হয়।

অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!