মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
অন্যদিকে বর্তমান পুলিশ সুপার মো. আসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা-১ এর উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
২৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. আসলাম খান ২০২৩ সালের ১ আগস্ট পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জে যোগ দেন।
নতুন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর আগে শেরপুর ও সিলেটে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের দায়িত্বে ছিলেন।