মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি এলাকায় প্রতিবছরের মত এবারও পদ্মার পানি বেড়ে নিচুজমিতে থাকা ১৫-২০টি ঘরবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে বন্যা হওয়ার আশঙ্কা নেই সেখানে। এছাড়া, নদীর অপর প্রান্তে পানির উচ্চতা বিপৎসীমার নিচে রয়েছে।
জানা গেছে, পানি বাড়ার কারনে পদ্মাচরের কান্দারবাড়ি এলাকার কয়েকটি ঘরবাড়িতে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করে কেউবা আবার উঠানের মধ্যে ইট বিছিয়ে এক ঘর হতে আরেক ঘরে যাতায়াত করছেন। বেশ কিছুদিন ধরে ওই স্থানের বাড়িগুলো পানিতে তলিয়ে আছে।
দিঘীরপাড় বাজারের পাশে পদ্মার চরের ওই গ্রামটিতে কয়েক বছর ধরেই নদী ভাঙন চলছে। এ বছরও নদী ভাঙনের শিকার হয়েছে গ্রামটি। গ্রামটির এক অংশে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চললেও অপর অংশে চলছে ভাঙন।
ওই গ্রামের রিয়াজউদ্দিন বলেন, আমাদের ঘরবাড়ি বেশ কিছুদিন যাবৎ পানিতে তলিয়ে আছে। অন্যদিকে আমরা গ্রাম হতে যে রাস্তা দিয়ে বের হতাম সেটাও পানির নিচে চলে গেছে। খুব কষ্ট করে পানি দিয়ে যাতায়াত করছি আমরা।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, পানিবন্দি পরিবারগুলোর মাঝে আগামীকাল ত্রাণ বিতরণ করা হবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ হতে নির্দেশনা রয়েছে। পানিবন্দি বা নদী ভাঙনের স্বীকার পরিবারগুলোর মাঝে আমরা ত্রাণ বিতরণের জন্য প্রস্তুতও রেখেছি।