মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো ১২ জন।
শনিবার ভোরে সদরের চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন সুমন দেওয়ান (২০), ইরফান ও (২২) তারিক (২০)।
আহতদের মুন্সিগঞ্জ জেনারে হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ইউনুস আলী জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা নান্নু হাজী ও মো. হারুনের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা এবং ওয়ার্ড মেম্বার মন্টু দেওয়ানের মধ্যে বিরোধ চলছিল।
গত ইউপি নির্বাচনের পর হারুণ ও তার লোকজন এলাকা ছাড়া হয়। এরই পরিপ্রেক্ষিতে নান্নু হাজী ও হারুণ এক হয়ে মন্টু দেওয়ান গ্রুপের ওপর হামলা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।