মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভারতের মহারাষ্ট্রে এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- কে নিয়ে অবমাননাকর কটূক্তির প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাযের পর শহরের কাচারি এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ‘ঈমান আক্বিদাহ সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জ’ এর ব্যানারে কর্মসূচিটি শুরু হয়। পরে সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির মুফতি নূর হোসাইন নূরানী।
মুফতি নিসার আহমাদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি মুশফিকুর রহমান, মুফতি আমিন সিদ্দিকী, মুফতি ওয়ালিউল্লাহ হাসান, মুফতি আল আমিন সা’দ, মুফতি সাদেক আমিন, মুফতি কামরুজ্জামান, মাওলানা আবু ছালেহ রিয়াদ প্রমুখ।
প্রসঙ্গত; মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মুম্বাই অভিমুখে সম্প্রতি লংমার্চ করেন ভারতের মুসলিম ধর্মাবলম্বীরা। ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। পাশাপাশি মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।