পৌর প্রতিনিধি: মুন্সিগঞ্জের ২পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচনের বাকি মাত্র ৬দিন।
প্রথম দিন প্রচারণায় নেমেই অাওয়ামীলীগ মনোনিত প্রার্থী ফয়সাল বিপ্লব সমর্থিত যুবলীগ ও ছাত্রলীগের হামলা’র স্বীকারও হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র একেএম ইরাদত মানু সহ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপমন্ত্রী ও সাংসদ অাব্দুল হাই।
হামলা হওয়ার পরে প্রায় প্রতিদিনই বাধা, হুমকির স্বীকারও হচ্ছিলেন মানু। এর মধ্যে পুলিশি প্রহরায় প্রচারণায় নামতে হয়েছে তাকে।
উত্তপ্ত মাঠের রাজনীতিকে দমিয়ে দিতে ও নিজের ইমেজ ফিরিয়ে অানতে এবার স্বয়ং পৌর এলাকায় অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হয়েছেন ফয়সাল বিপ্লব।
অাজ ২৪ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ফয়সাল বিপ্লবের দাবি কুষল বিনিময় করতেই তিনি এসেছেন। তার সাথে অাসা কর্মীরাও দাবী করেছেন তিনি এসেছেন সমঝোতা বা ভূল বোঝাবুঝি যাতে না থাকে সেজন্য। এর মাধ্যমে মিডিয়ার কল্যানে ইমেজ ও ঠিক হবে ফয়সাল বিপ্লবের। এমনটাই অাশা তাদের।
তার মানে রাজনৈতিক চাল চালতে গিয়ে ফয়সাল বিপ্লব স্বীকার করে নিলেন বিএনপি প্রার্থী’র উপর হামলা ও ধারাবাহিক হুমকিতে তার প্রত্যক্ষ মদদ ছিলো।
ঘটনার সময় বিএনপি প্রার্থী ও পৌর বিএনপি’র সভাপতি মানুর সাথে সদর উপজেলা বিএনপি’র সভাপতি মহিউদ্দিন অাহমেদ ও উপস্থিত ছিলেন।