মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশের ১১ টি জেলার ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ মানুষ চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারি হিসাব মতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বন্যা আক্রান্তের বাইরে থাকা সারাদেশের মানুষ এগিয়ে এসেছে বন্যা দুর্গতদের পাশে। মুন্সিগঞ্জও এর ব্যতিক্রম নয়।
প্রায় প্রতিদিনই মুন্সিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি বা সংগঠন শুকনা খাবার, নিরাপদ খাবার পানি, ওষুধ, ত্রাণ নিয়ে ছুটছে ফেনি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা লক্ষ্মীপুরে। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’, ‘ছাত্র-জনতা স্বেচ্ছাসেবী সংগঠন’ এরকম নানা ব্যানারে একাধিক টিম কাজ করলেও সকলের উদ্দেশ্য একই।
শিক্ষার্থীদের গঠিত একটি টিমে থাকা হরগঙ্গা কলেজের শিক্ষার্থী আসিফুল হাসান বলেন, ‘মুন্সিগঞ্জের ছাত্রজনতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৪র্থ টিমকে ত্রাণ নিয়ে আজ সোমবার কুমিল্লা পাঠানো হয়েছে। বর্তমানে আমাদের আরও দুইটি টিম কুমিল্লাতে এবং একটি ফেনীতে অবস্থান করছে। আমরা সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। আমাদের পঞ্চম টিমও প্রস্তুত। এই টিমটিকে লক্ষ্মীপুরে বন্যার্তদের জন্য ত্রাণ দিয়ে পাঠানো হবে।’
তিনি বলেন, ‘আমাদের পাঠানো প্রতিটি ত্রাণের ব্যাগে রয়েছে- পানি, চিড়া, চিনি, টোষ্ট বিস্কুট, লেক্সাস বিস্কুট, মোমবাতি, ওরস্যালাইন, ম্যাচ, স্যানেটারি ন্যাপকিন। এছাড়া প্যারাসিটামল, ফিলমেট, ইমোটিল, এলার্টল, ওমিপ্রাজল, শিশুদের জ্বর-ঠান্ডা প্রতিরোধক বিভিন্ন সিরাপ, জরুরী মুহুর্তে প্রয়োজনীয় হেক্সিসল ইত্যাদি।
জানা গেছে, জেলার ৬টি উপজেলার কয়েক শতাধিক যুব/সামাজিক সংগঠন অনলাইন ও অফলাইনে ফান্ড সংগ্রহ করছে। এগিয়ে এসেছে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবিরাও। অনেক প্রবাসীরাও এতে অনুদান প্রদান করে অংশ নিচ্ছেন।