৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:২১
Search
Close this search box.
Search
Close this search box.
ফুল দিয়ে পুলিশকে বরণ শিক্ষার্থীদের, মুন্সিগঞ্জ সদর-টংগিবাড়ী ছাড়া সব থানা চালু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মনোবল ফেরাতে ফুল দিয়ে পুলিশকে বরণ করেছেন শিক্ষার্থীরা। ৮ দিন পর স্বাভাবিক হয়েছে মুন্সিগঞ্জের ৭ টি থানা। তবে সদর ও টংগিবাড়ী থানার কার্যক্রম চলছে অস্থায়ী কার্যালয়ে। বাকিগুলোতে পুরোদমে পুলিশি সেবা চালু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইনসে ফুল দিয়ে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এসময় জেলা পুলিশ সুপার মো. আসলাম খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, থানা কার্যালয় ভবন আগুনে পুড়ে ব্যবহারের অনুপযোগী থাকায় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কার্যক্রম চলছে ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইনসে। অপরদিকে ভাঙচুরের কবলে পড়া টংগিবাড়ী থানার কার্যক্রম চলছে থানার পাশে উপজেলা ডাকবাংলোতে। তবে সেখানে শুধু জিডি/সাধারণ ডায়েরি নেয়া হচ্ছে। পুরোপুরি চালু হয়নি সকল কার্যক্রম।

এছাড়া জেলার গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানার কার্যক্রম থানা কার্যালয় থেকেই চালু হয়েছে।

ফুল দিয়ে বরণ করে শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষা, জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে পুলিশের অগ্রণী ভূমিকা আমরা দেখতে চাই। কোন বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেব আর যেন পুলিশ পরিচালিত না হয় সেই প্রত্যাশা আমাদের সকলের।’

শিক্ষার্থীদের ‍উদ্দেশ্যে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘পূর্বের সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করতে চায় পুলিশ। এ জন্য সকলের কাছে ইতিবাচক মনোভাব চাই আমরা।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!