মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মনোবল ফেরাতে ফুল দিয়ে পুলিশকে বরণ করেছেন শিক্ষার্থীরা, আবার চালু হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা। এসময় সেখানে শিক্ষার্থীরা বৃক্ষরোপণও করেন।
সাময়িকভাবে বন্ধ (৫ আগস্ট) থাকা থানাটি ৭ দিন পর (১২ আগস্ট) ফের চালু হলো।
আজ সোমবার সকাল থেকে থানায় আসতে শুরু করেন পুলিশ সদস্যরা। পরে সন্ধ্যার দিকে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা থানায় গিয়ে উপস্থিত পুলিশ ও সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদ্মা সেতু উত্তর থানার ইন্সপেক্টর তদন্ত জয়নাল আবেদীন, মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়াউর রহমান জিয়া, শিক্ষার্থী জরজি শেখ, সিয়াম, কামরুল হাসান, লিওন, জুবায়ের আহমেদ জাসিন, ইমন, কানন, সাদ্দাম, নাহিদ, ওমর ফারুক, রাফসান, আরিফ, ফারজানা আক্তার রিমু, শ্রাবণী, শারমিন, লামিয়া, সামিরা, শেহনাজ, সাদাফ প্রমুখ।
পদ্মা সেতু উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘আমরা ছাত্র-জনতাসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আগামীতে জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।’