উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণের অনুষ্ঠান আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলন সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিস। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাজী মো. সিরাজুল ইসলাম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন অতিথি বৃন্দ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।