বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীরা শেষ পর্যন্ত লড়বেন।
বিএনপির পক্ষ থেকে উত্তরাঞ্চলে পৌর নির্বাচন তদারকির দায়িত্বে থাকা এই নেতা বলেন, “পুরো ৫০ ওভার খেলব, মাঠ ছেড়ে যাব না।”
ক্রিকেট খেলায় ওয়ানডে ম্যাচে ৫০ ওভার ব্যাট করার সুযোগ পায় প্রতিটি দল।
রোববার বগুড়ায় বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় উত্তরাঞ্চল নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব আব্দুল মোমিন তালুকদার খোকা, সংসদ সদস্য হেলালুজ্জামান তলুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ ১৫ সদস্যের মনিটরিং সেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী দুই দিনের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে টুকু বলেন, “তা না হলে তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।”
বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং অনেক এলাকায় বিএনপি প্রার্থীকে মারধর, পোস্টার ছিঁড়ে আগুন দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এসব বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন টুকু।
“লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। অথচ এখনও প্রশাসন ও নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তারপরও আশা করছি নির্বাচনের পরিবেশ ফিরে আসবে,” বলেন তিনি।