১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৩০
পঞ্চসার ইউনিয়ন আ. লীগের কমিটি ঘোষনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২০ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১৯ অক্টোবর) মুন্সিগঞ্জ প্রেসক্লাব থেকে এই কমিটি ঘোষনা দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া আফসু ও সাধারণ সম্পাদক শামসুল কবির।

বর্তমান কমিটির সভাপতি আলমগীর খান ও সাধারণ সম্পাদক আকতার হোসেন হালদার কেই পুনরায় পদায়ন করা হয়।

এর আগে গত বুধবার (১৬ অক্টোবর) পঞ্চসারের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়। তবে সেখানে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একটি অংশ যারা সম্মেলনে ভোটার ছিলেন তারা ভোটের মাধ্যমে কমিটি তুলে দেওয়ার দাবি তুললে হট্টগোল হয়ে সম্মেলন পন্ড হয়ে যায়।

error: দুঃখিত!