মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে পঞ্চসারের বিনোদপুর এলাকার সূত্রধরপাড়া মন্দিরে ২ শতাধিক হিন্দু পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজী লবন।
এসময় ফয়েজ আহমেদ বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল এর পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মাজে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি।’
তিনি বলেন, ‘আমি আপনাদের পঞ্চসারের সন্তান, আপনাদের পাশে আমার সামান্য সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আমি ভবিষৎয়েও আপনাদের পাশে থাকবো।’