২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৪৭
‘দেহে যতদিন প্রাণ আছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবো’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মরতে যখন শিখেছি তখন আর আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। এই দেহে যতদিন প্রাণ আছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবো, ইনশাআল্লাহ।’- আজ সোমবার সকালে ফেসবুক পোষ্টে এসব কথা লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইব্রাহীম নিরব।

রোববার দিবাগত মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মেঘনা সেতুর উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটে। ওই গাড়িতে ছিলেন ইব্রাহীম নিরব।

তিনি আমার বিক্রমপুর কে জানান, রাতে আমরা ৯ সদস্যের একটি দল বান্দরবান যাচ্ছিলাম মতবিনিময় সভার উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ হাইওয়েতে মেঘনা ব্রিজের কাছাকাছি আসলে কিছু দুষ্কৃতকারী অতর্কিত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গাড়িতে হামলা করে। আশেপাশে অন্যান্য কোনো গাড়িতে কিছুই করেনি।

তিনি বলেন- ‘আমার মাথায় ও হাতে ভাঙ্গা কাঁচ বিধেঁছে। সাথে থাকা ফোন, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র হামলাকারীরা নিয়ে গেছে। হামলাটির প্রকৃতি খুবই রহস্যজনক। আমরা মনে করছি এটা পূর্ব পরিকল্পিত প্লান। প্রশাসনকে অতি দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে জনসম্মুখে প্রকাশ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

ইব্রাহীম নিরব জানান, হামলার পর পুলিশের পক্ষ থেকে একটি গাড়ির ব্যবস্থা করে দেয়া হয়েছে। সেটিতে করে আমরা রাতেই গন্তব্যস্থলে রওনা হয়েছি।

error: দুঃখিত!