৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:১৪
দুবাইয়ে সেপটিক ট্যাংকে দুই বাংলাদেশি নিহত
খবরটি শেয়ার করুন:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেইরা আল কুয়াইতি মসজিদের সামনে নতুন নির্মিত ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকমারা গেছেন। নিহত দুজনের বাড়ি চট্টগ্রামে।

শনিবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ লোকমান (২৮) ও বোয়ালখালী উপজেলার আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ মান্নান (৩১)। তারা আল নাদ কোম্পানির শ্রমিক।

মোট আটজন নির্মাণশ্রমিক শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন কিন্তু তিনি আর ওপরে ওঠে না আসায়, খোঁজ নিতে অপরজন নিচে নামেন। তিনিও ওপরে ওঠে না আসায় তাৎক্ষণিক তারা বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সেপটিক ট্যাংক থেকে দু’জনের লাশ উদ্ধার করেপুলিশ।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, নিহত দুজনের লাশ পুলিশ হেড কোয়াটারের মর্গে রাখা আছে। শনিবার বিকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই দুবাইয়ের আল নাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

error: দুঃখিত!