১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
ব্রাহ্মণগাঁও হাইস্কুলে ‘ইছামতি’ স্মরণিকার প্রকাশনা অনুষ্ঠান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে ‘ইছামতি’ নামে স্মরণিকা প্রকাশিত হয়েছে। এতে শিক্ষার্থীদের পরিচিতি, লেখা, স্মৃতি কথা, প্রবন্ধ, কবিতা ও বিদ্যালয়ের ঐতিহাসিক কিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে।

গত মঙ্গলবার বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় শ্রেণী কক্ষে শিক্ষকদের উপস্থিতিতে স্মরণিকাটি প্রকাশিত হয়।

সাহিত্য চর্চা ও পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য ‘ইছামতি’ নামে স্মরনিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয় বলে জানান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন। তিনি শ্রেণি পর্যায়ে ম্যাগাজিন আকারে স্মরণিকা প্রকাশের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমজান মাহমুদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঐশি আক্তার। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!