৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
দলীয় মনোনয়ন পাবো, শতভাগ নিশ্চিত থাকুন- মৃণাল
খবরটি শেয়ার করুন:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক সমাবেশে মুন্সিগঞ্জ-৩ অাসনের সাংসদ মৃণাল কান্তি দাস দাবি করেছেন অাগামী সংসদ নির্বাচনে তার দলের মনোনয়ন তাকেই দেয়া হবে। এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত।

তিনি এসময় মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান।

গতকাল জেলা শহরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা শহরে মৃণাল কান্তি দাস অালাদাভাবে র্যালী ও সমাবেশ করেন। এতে জেলা সদর ও গজারিয়ার অাওয়ামী লীগ কর্মী-সমর্থক অংশ নেন।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা তরুণলীগ, মিরকাদিম পৌর ছাত্রলীগ অালাদা ব্যানার নিয়ে এতে অংশ নেন।

বক্তব্যকালে অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল বলেন, ‘৭৫ এর পটপরিবর্তনের পর শেখ হাসিনার দেশে ফিরে অাসা ছিলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৎকালীন অবৈধ সামরিক সৈর-শাসক, যিনি সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলো খুনি জিয়াউর রহমান এর রক্ষচক্ষুকে উপেক্ষা করে, নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনা সেদিন প্রমাণ করেছিলেন তিনিই যোগ্য পিতার যোগ্য সন্তান’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!