১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৫৬
টঙ্গীবাড়ীতে প্রাচীন সিন্দুক উদ্ধার, জনমনে কৌতুহল!
খবরটি শেয়ার করুন:

আপন সর্দার ও শেখ রাসেল ফখরুদ্দীন :

আজ বৃহস্পতিবার সকালে টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে একটি প্রাচীন আমলের সিন্দুক উদ্ধার করেছে স্থানীয় কতিপয় যুবক।

এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হাসাইল বানারী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাওলাদার জানান ,সম্ভবত ডাকাত দল ডাকাতি শেষে সিন্ধুকটি নদীতে
ফেলে চলে যায়।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, স্থানীয় কতিপয় যুবক হাসাইল বানারী চরাঞ্চল থেকে বাজারে আসার পথে রওনা হলে নদীর পাড়ে সিন্দুকটি পড়ে থাকতে দেখে ।
পরবর্তিতে তাঁরা সিন্দুকটি হাসাইল বাজারের পাশে নিয়ে আসে ।

এদিকে সিন্দুকের খবর পেয়ে হাজার
হাজার উত্‍সুক জনতা পদ্মা পাড়ে ভীড় জমায়। এই ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সিন্দুক টি প্রায় ত্রিশ মণ ওজন হবে। তবে এর ভেতরে কি অাছে তা এখনে জানা যায় নি।

error: দুঃখিত!