৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ২:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
টংগিবাড়ীর সবাইকে মুর্খ বলা সেই কাকলী অনিয়মের অভিযোগে বহিস্কার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নিজের ক্লিনিকে ঘটা বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রশ্ন করায় ‘টংগিবাড়ীর সবাই মুর্খ’ বলে কটাক্ষ করা স্থানীয় সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক কাকলী ইসলাম ওরফে কাকলি মল্লিককে নিরাপদ চিকিৎসা চাই মুন্সিগঞ্জ জেলা শাখার ১ নং সহ সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আরও পড়ুন: টংগিবাড়ীর সেবা ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) নিরাপদ চিকিৎসা চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক স্বর্ণা খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ চিকিৎসা চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মনির হোসেন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যেখানে আমাদের সংগঠনের কাজ নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা সেখানে একজন ব্যক্তি যদি সংগঠনের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণার চেষ্টা করে তাহলে আমাদেরই সবার আগে প্রতিবাদ করতে হবে। সে সংগঠনের যেই হোক’

error: দুঃখিত!