১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন, সেবা পেতে আরও দেরি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ই-পাসপোর্ট সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তবে ই-পাসপোর্ট পেতে মুন্সিগঞ্জের নাগরিকদের আরও অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ই-পাসপোর্টের উপ প্রকল্প পরিচালক লে. কর্নেল মোস্তফা জামান আজম ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুর রায়হান। সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম।

স্থানীয় দুই জন বিশিষ্ট সাংবাদিক দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও তার সহধর্মিণী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি ফারহানা মির্জা কে ই-পাসপোর্ট সেবা প্রদানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ই-পাসপোর্ট সেবা প্রদানের ক্ষেত্রে সারাদেশের মধ্যে মুন্সিগঞ্জ ১০তম জেলা হিসেবে যুক্ত হলো। এর আগে আরও ৯ জেলায় এই সেবা উদ্বোধন হয়েছে।

এই উদ্বোধনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ থেকে ই-পাসপোর্ট সেবা প্রদানের প্রথম ধাপ পার করলো। তবে কোভিড-১৯ দুর্যোগের কারণে সাধারণ নাগরিকদের মধ্যে এখনই সেবাটি প্রদান করা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

error: দুঃখিত!