বঙ্গবন্ধুর স্মরণে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার ২৩ ইউনিয়নের ৬৯টি ওয়ার্ডে অন্তত ২শ’ ডেগ খাবার বিকরণ করা হয়েছে।
শনিবার দুপুরে টঙ্গীবাড়ি উপজেলা সদরে অনাথ ও দরিদ্রদের মাঝে এই খাবার দিয়ে এই কর্মসূচীর উদ্বোধ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু প্রমুখ।
এসময় জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।