২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৩৯
জাজ মাল্টিমিডিয়ার প্রথম টার্গেট ব্যর্থ: রইলো বাকি তিন
খবরটি শেয়ার করুন:

শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৫ সালে চারটি ছবি মুক্তি পায়। এই ছবিগুলো হচ্ছে ‘রোমিও জুলিয়েট’, ‘অগ্নি টু’, ‘আশিকী’ এবং ‘লাল চর’। ২০১৬ সালেও জাজের ব্যানারে চারটি ছবি মুক্তি পাবে। জিত-ফারিয়াকে নিয়ে ‘বাদশা’ নির্মিত হলে এই সংখ্যা দাঁড়াবে পাঁচে। ছবি নির্মাণের সংখ্যা আরো বাড়তে পারে। তবে চারটির অধিক ছবি এক বছরে জাজের পক্ষ থেকে মুক্তি দেয়ার সম্ভাবনা নেই।

২০১৬ সাল জাজ শুরু করে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’ মুক্তির মধ্য দিয়ে। ১৫ জানুয়ারি প্রায় ১০০ সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই ছবিটি কাংক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হয়। ওম, জলি, রজতাভ দত্ত, আশীষ বিদ্যর্থী অভিনীত যৌথ প্রযোজনার ছবিটি মুক্তির পর বছরের প্রথম ধাক্কাটি খায় জাজ। এরপরই নিজেদের ছবির প্রচারণায় কিছুটা বিরতি দেয় প্রতিষ্ঠানটি।

কিন্তু হতোদ্যম হওয়ার মতো পরিস্থিতিতে নেই দেশের বড় এই ব্যানারটি। একের পর এক ছবি জমে গেছে জাজের। ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জাজ প্রযোজিত ‘হিরো ৪২০’। ওম, নুসরাত ফারিয়া ও রিয়া সেনকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ভারতের সুজিত মন্ডল ও সৈকত নাসির। মূলত সুজিতের সাফল্যমন্ডিত ক্যারিয়ার আশাবাদী করছে প্রযোজনা সংস্থা জাজ ও এসকে মুভিজকে।

জাজের একক প্রযোজনায় এ বছর মুক্তি পাবে ‘নিয়তি’। ছবির মুক্তির তারিখ ঠিক হয়নি। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে আরিফিন শুভ’র সাথে জুটি বেঁধেছেন জলি। শুভ-জলি জুটি হয়ে প্রথম ছবি করলেন। পরিচালক রাজুর ছবিতেও প্রথম কাজ করলেন শুভ। এর বাইরে ছবিতে কোনো চমক নেই। মূলত পরিচালক রাজুর দক্ষ পরিচালনার উপরেই আস্থা জাজে’র।

চলতি বছর জাজের আরো একটি ছবি মুক্তি পেতে পারে। ছবির নাম ‘অনেক দামে কেনা’। এটিও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। গত বছরের ১৫ মে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেছিল জাজ। কোনো এক অজানা অংক কষে ছবিটিকে স্থগিত রেখে নতুন নতুন ছবির কাজ করছে জাজ। জাজ থেকে বিদায়ের পর মাহির এই একটি ছবিই রয়েছে প্রতিষ্ঠানটিতে। বাপ্পি-মাহি জুটিরও সর্বশেষ ছবি ‘অনেক দামে কেনা’। ছবির বাড়তি আকর্ষণ ডিপজল। এই ছবিকে তুরুপের তাস ভেবে আগলে রেখেছে জাজ।

‘অঙ্গার’ ব্যর্থ হওয়ার পর ধাক্কা খেয়েছে জাজ। আগামী তিনটি ছবিকে হারাধনের ছেলেদের মতো হারাতে দিতে চায় না জাজ। বড় মাপের সাফল্যের প্রত্যাশা এখনও ধরে রেখেছে দেশে ডিজিটাল প্রদর্শন ব্যবস্থার প্রবর্তক প্রতিষ্ঠানটি।

error: দুঃখিত!