ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শিগগিরই বাবা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছেন তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। জানা গেছে, একটি কন্যাশিশু আসছে তাঁদের ঘরে। এর আগে তিন বার প্রিসিলার মা হওয়ার সম্ভবনায় ছেদ পড়েছে। কাজেই এবার তাঁদের দুজনেরই আশা-আকাঙ্ক্ষা খুব বেশি।
সারা দিন প্রযুক্তির মধ্যে থাকলেও মানবিক অনুভূতি অন্য দশজন মানুষের মতো নাড়া দিয়ে যায় জাকারবার্গকেও। প্রিসিলার গর্ভে থাকা সন্তানের প্রতিটি নড়াচড়া তিনি বাইরে থেকে হাত দিয়ে অনুভব করেন। মায়ের সঙ্গে সঙ্গে যেন বাবার হৃদয়ে কাঁপন তোলে শিশুর আগমনী বার্তা। সম্প্রতি সন্তানসম্ভবা স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে তোলা একটি আইকনিক ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন।
সবাই যখন সেলফি ও উইফি নিয়ে ব্যস্ত তখন স্ত্রীকে নিয়ে জাকারবার্গের তোলা ছবিটিকে বলা হচ্ছে ‘ওয়াইফি’। ছবিটি তুলেছেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লেইবোভিজ।
ছবিটির ক্যাপশন হিসেবে জাকারবার্গ লিখেছেন, ‘তাঁর অভিব্যক্তি আমি ভালোবাসি, তাঁর প্রাণটা দয়ার তবে ঝাঁজও আছে, সে প্রেমময়ী আবার খ্যাপাও, সে সবাইকে সাহায্য করে আবার নেতৃত্বেও থাকে। তাঁর সুন্দর এই আত্মিক রূপকে তুলে আনার জন্য লেইবোভিজকে ধন্যবাদ।’
জাকারবার্গ ও প্রিসিলা দীর্ঘ দিনের সম্পর্কের পরিণতিতে ২০১২ সালে বিয়ের বন্ধনে বাঁধা পড়েন। বিয়ের পর সন্তান নিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। সে কথা খোলামেলাই বলেছেন জাকারবার্গ। গর্ভপাত হয়েছে তিনবার। এবার প্রিসিলার মা হওয়ার বিষয়টি জানার পর ফেসবুকের মাধ্যমে সবাইকে জানান জাকারবার্গ।
ওই সময় ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেছিলেন, ‘প্রিসিলির ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের মেয়ে হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি।’
বাবা হতে যাওয়ার আনন্দে জাকারবার্গ লিখেছেন, ‘আলট্রাসাউন্ডে দেখেছি, সে (গর্ভের শিশু) আমাকে তার হাত দিয়ে থাম্বস আপ ‘লাইক’ দিয়েছে।’
জাকারবার্গ জানিয়েছেন, ‘মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। তাকে দেখার জন্য আমার আর তর সইছে না।’