মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সন্তান নিলয় হোসেন রবিন ওরফে নিলয় বাদশাহ।
রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়। ওই কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান নিলয় হোসেন রবিন।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় ২য় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর ঘোষণা হলো আংশিক কমিটি।
নিলয় কাউওয়ালি গানের ব্যান্ড সিলসিলা’র সংগীতশিল্পী। তিনি লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. সুলতান হাওলাদারের (বয়াতি) পুত্র। পরিবারের সাথে রাজধানী ঢাকার লালবাগে বসবাস তার।
এছাড়া নিলয়ের বড় ভাই ইব্রাহীম নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য।
জানা যায়, দুই ভাই দায়িত্বশীল জায়গায় থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মোদিবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন নিলয় আর নিরব জুলাই অভ্যুথানে আওয়ামী লীগ-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন এবং গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
নিলয় হোসেন রবিন এর আগে ছাত্র অধিকার পরিষদ লালবাগ থানা, ঢাকা মহানগরীর সমন্বয়ক ও ২০২০-২০২২ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিন শাখার কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন ২০২২-২০২৪ পর্যন্ত।
পরে গত মে মাসে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হন। এছাড়াও তিনি গণঅধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন গণ-সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব হিসেবে দায়িত্বশীল আছেন। ২০১৮ থেকে যৌক্তিক আন্দোলন সংগ্রামে ২০২৪ এর ছাত্র-জনতা অভ্যুথানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটিভিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জানতে চাইলে নিলয় হোসেন রবিন বলেন, একজন রাজনৈতিক সচেতন নাগরিক ও শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠনের সদস্য হিসাবে দেশ ও মানুষের অধিকার আদায় ও রক্ষায় আমি অঙ্গীকারাবদ্ধ। সর্বদা ন্যায়ের পক্ষে সৎ সাহসের সাথে ফ্যাসিবাদের লড়াই জারি ছিল ও ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ পূনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ও থাকবে ইনশাআল্লাহ। জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।
প্রসঙ্গত; ট্রাক প্রতীকে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (জিওপি)’র অঙ্গ সহযোগী ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে।