৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৯:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
চরকেওয়ার থেকে ককটেল-গুলি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে অন্তত ২০০ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অস্ত্র-ককটেল নিয়ে দফায় দফায় হামলা করে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়ন থেকে অংশ নেন অন্তত ২০০ জন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতা গাজী ও তার পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা গাজীর নেতৃত্বে এরা অংশ নেন।

ঘটনার দিন ধারণ করা ভিডিওতে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ওই ৩ ব্যক্তি ছাড়া আরও যাদের নাম-পরিচয় জানা গেছে তারা হলেন- হোগলা কান্দী এলাকার মহিউদ্দিন গাজীর পুত্র হৃদয় গাজী (২৮), মৃত আনোয়ার বেপারীর পুত্র জামাল বেপারী (৫৫), আব্দুল করিম মাঝীর পুত্র জাকির মাঝি (৪০), ছাত্তার মোল্লার পুত্র শরিফ মোল্লা (৪০), হোগলা কান্দী এলাকার সিরাজ মুন্সীর পুত্র হাসান মুন্সী (২৫) ও খোকা চকিদারের পুত্র শাহাদাৎ চকিদার (১৮)।

এর বাইরেও নাম-পরিচয় অজানা অসংখ্য ব্যক্তি চরকেওয়ার ইউনিয়ন থেকে অস্ত্র-ককটেল নিয়ে ওইদিনের হামলায় অংশ নেন। তাদের বিষয়েও অনুসন্ধান করছে আমার বিক্রমপুর।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!