মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রাম থেকে ১৫০০ পিস ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বালুয়াকান্দী গ্রামের শাহ আলমের ভাড়া বাড়ি থেকে মো. মঞ্জু শিকদার (৩০) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যাবসায়ী মঞ্জু শিকদারকে গ্রেফতার করা হয়।
সে ঝালকাঠি জেলার চামটা গ্রামের মিরু হোসেনের ছেলে।
মঞ্জু দীর্ঘদিন যাবৎ বালুয়াকান্দী গ্রামের শাহ আলমের বাড়িতে ভাড়া থেকে ইয়াবা ব্যাবসা করে আসছিলো।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।