২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:৫৬
করোনা: মুন্সিগঞ্জের শ্রীনগরে মাছ বাজার স্থানান্তর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস রোধে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আল-আমিন বাজার থেকে আপাতত মাছের বাজারটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে শ্রীনগর-দোহার সড়কের পাশে অবস্থিত ব্যস্ততম ওই বাজারের প্রায় শতাধিক মাছ বিক্রেতাকে একই এলাকার পার্শ্ববর্তী উত্তর কামারগাঁও আলোর দিশারী ক্লাব মাঠে সরিয়ে নেয়া হয়েছে।

কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও আল-আমিন বাজার কমিটির কোষাধ্যক্ষ শেখ মো. স্বপনের সার্বিক সহযোগিতায় বুধবার সকলে মাছ বাজারটি স্থানান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন বাজারে জনসমাগম এড়াতে কাঁচাবাজার গুলো স্থানান্তের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আল-আমিন বাজার থেকে শতাধিক মাছের দোকানিকে স্থানান্তর করা হয়েছে। এতে করে সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।