১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

উপজেলার সিংপাড়া এলাকার জোড়া ব্রীজের সামনে একটি ঔষধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নিহত হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জিসান আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের পুত্র। সে স্থানীয় কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে সিংপাড়া জোড়া ব্রীজের কাছে যায় মাদরাসা ছাত্র জিসান। এ সময় সড়কে দ্রুত গতির ওরিয়ন কোম্পানীর ঔষধবাহী একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার জিসানকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

error: দুঃখিত!