শুধু সেলোয়ার কামিজ় নয়। টি-শার্ট, কুর্তি, টপের সঙ্গেও নিতে পারেন ওড়না। সব ধরনের পোশাকেই এটি এনে দিতে পারে নতুনত্বের ছোঁয়া। নিজেকে করে তোলা যায় ফ্যাশনেবল। তবে এই দোপাট্টা নেওয়ারও ধরন আছে। ওড়না পরিধানে অভিনবত্ব দেখাতে পারলে আপনাকে দেখাবে আরও ট্রেন্ডি।
১) স্কার্ফের মতো : ওড়না জড়িয়ে নিন স্কার্ফের মতো করে।
২) হেডব্যান্ডের মতো : মাথায় ওড়না বাঁধুন পাগড়ির মতো পেঁচিয়ে।
৩) বিনুনির সঙ্গে : চুলের বিনুনির সঙ্গেও কায়দা করে জড়িয়ে নিতে পারেন ওড়না। তবে এর জন্য আপনাকে বেছে নিতে হবে সুন্দর উজ্জ্বল রং।
৪) ওড়নার উপর বেল্ট : ফর্ম্যাল লুক আনতে চাইলে গলা দিয়ে জড়িয়ে নিন ওড়না। শেষ প্রান্তের উপর দিয়ে বেল্ট জড়ান কোমরে।
৫) কাঁধ ঢাকুন ওড়নায় : স্লিভলেস পোশাক পরে বাইরে বেরিয়েছেন। তার জন্য অস্বস্তি হচ্ছে? চিন্তা নেই। ওড়না দিয়ে এমনভাবে কাঁধ মুড়ে নিন যাতে আপনাকে দেখতে লাগে স্টাইলিশ। কাঁধও ঢাকা যাবে।