১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৩৬
একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সকল মানুষ সাম্প্রদায়িক সৌহার্দ্যে বিশ্বাস করে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কোন ধর্মই অন্য ধর্মের মানুষের উপর আক্রমণের শিক্ষা দেয় না। সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। সভ্যতার শত্রু সাম্প্রদায়িকতা, মানবিকতার শত্রু সাম্প্রদায়িকতা৷

পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার, রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া, কোলা ইউনিয়নের সুদর্শন গাঙ্গুলি বাড়ি, রাজানগর ইউনিয়নের সৈয়দপুর, শেখরনগর ইউনিয়নের শেখরনগর কালী মন্দির, ও শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের পালের বাড়ি, শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর বাজার, ভাগ্যকুল ইউনিয়নের উত্তর বালাশুর, লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া, কনকসার ইউনিয়নের দক্ষিণ মশদগাও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পুজামন্ডপ পরিদর্শন, হিন্দু ধর্ম সহ সকল ধর্মালম্বী সাধারণ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা তুহিন, রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বেপারী, কেয়াইন ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ আলী, বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রাঢ়িখাল চেয়ারম্যান বারেক খান বারি, কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, গোলাম রসূল সিরাজী রোমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক আবু সাইদ, সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আলমগীর কবির, যুবলীগের সভাপতি হোসেন আলী খাঁন, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, ইউপি সদস্য জাহিদ হাসান প্রমুখ।

error: দুঃখিত!