মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, ‘পবিত্র ইসলাম ধর্ম উদার মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলাম ধর্মের মানবতা সাম্য ও সম্প্রীতির শিক্ষা বিশ^শান্তি প্রতিষ্ঠায় সঠিক পথ প্রদর্শন করে।’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, ‘ইসলাম সততা, সাম্য, মানবতা ও ন্যায় বিচারের ধর্ম। ইসলাম ধর্ম ভ্রাতৃত্ব সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলাম শান্তিবাদী, উদার, সহিষ্ণু এবং অসাম্প্রদায়িক এক ভারসাম্যপূর্ণ সামগ্রিক জীবনব্যবস্থা। পশুসত্তাকে অবদমিত করে মানবসত্তাকে জাগ্রত করার জন্য ইসলামের নির্দেশ রয়েছে।’
তিনি বলেন, ‘ইসলাম ধর্ম সবার ক্ষেত্রে উদার। উদার দৃষ্টিভঙ্গির কারণেই ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় উপযোগী ও অনুকূল। ইসলাম পূর্ববর্তী সব নবী-রাসুলকে বিশ্বাস করে এবং সম্মানের চোখে দেখে। ইসলামি ভ্রাতৃত্বের অন্যতম লক্ষ্য হলো বিশ্বমানবতার ঐক্য।’
তিনি বলেন, ‘ইসলাম সবাইকে স্নেহ-ভালোবাসা ও সম্প্রীতির বাঁধনে আবদ্ধ রাখতে চায়। আবদ্ধ রাখতে চায় বিশ্বভ্রাতৃত্বের সেতুবন্ধে। ইসলাম ঘোষণা দিয়েছে, দুনিয়ার সব মানুষ এক আদমের সন্তান।’
তিনি বলেন, ‘ইসলামে মানবসেবা বা পরোপকার সর্বোত্তম গুণ হিসেবে বিবেচিত হয়েছে। বারবার বেশ গুরুত্ব সহকারে মানবসেবার বিষয়টি ইসলামে আলোচিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের কাছে কোনো গরিব, অসহায়, এতিম-মিসকিন কিছু চাইলে ধমক দিয়ে ফিরিয়ে দিও না। তাদেরকে সহায়তা কর।’