১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:০৭
আগে করেননি, এ বার এই কাজটাই করবেন কারিনা!
খবরটি শেয়ার করুন:

২০০০ সাল। মুক্তি পেয়েছিল জে পি দত্তের ‘রিফিউজি’। সে ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন করিনা কপূর খান। তার পর থেকে বহু ছবিতে অভিনয় করেছেন নায়িকা। তৈমুরের জন্মের পর ব্রেক নিয়ে ফের ফিরছেন অনস্ক্রিন। এ সবের মধ্যেই এমন একটি কাজ করতে চলেছেন বেগম সাহেবা যা আগে কখনও করেননি।

শোনা যাচ্ছে, টেলিভিশনে ডেবিউ করতে চলেছেন করিনা। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামের একটি রিয়ালিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা যাবে করিনাকে।

ওই শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টেলিভিশন অভিনেতা ধীরজ ধোপারকে। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘খুব উত্তেজিত লাগছে। করিনা খুব সুন্দরী। ওঁর সামনে দাঁড়িয়ে সঞ্চালনা করাটা অন্যরকম উত্তেজনা তো বটেই। শো শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি।’’

যদিও টেলিভিশন ডেবিউ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি করিনা। তবে তাঁকে টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক।

error: দুঃখিত!