আগামী মাসে আবারো শুটিং শুরু হবে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’র। এই লটে ছবিটিতে থাকা পাঁচটি গানের শুটিং হবে বলে জানা যায়। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ওপার বাংলার নায়িকা পাওলি দাম।
এরইমধ্যে শাকিব এবং পাওলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিডিউলের জন্য। তারা দুজনই আগামী মাসে সময় দেবে বলে ঢালিউড২৪ কে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক কল্লোল।
সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে ছবিটিতে পাওলীকে দেখা যাবে একজন পতিতার চরিত্রে। শাকিব খানকে দেখা যাবে ধনী বাবার একজন বখাটে ছেলের চরিত্রে।
ছবিটির পাঁচটি গানে কন্ঠ দিয়েছেন জেমস, কনা, মমতাজ, মিলা ও সামিনা চৌধুরী। সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এরইমধ্যে অনলাইনে ছবিটির ফাস্ট লুকের একটি টিজার প্রকাশ করা হয়েছে।
ছবিটিতে এই দুই তারকা ছাড়া আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলাসহ আরো অনেকে।
উল্লেখ্য, ‘সত্তা’র শেষ লটে চারদিন শুটিং হয়েছে চলতি মাসের প্রথম দিকে পূবাইলে শাকিব খানের বাড়ি জান্নাত শুটিং হাউজ এবং বাড়িটির আশপাশের বিভিন্ন লোকেশনে। শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান।