মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা সদরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হচ্ছে অবশেষে। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে যারা ঢাকায় যাতায়াত করেন তাদের কাছে দীর্ঘদিনের ভোগান্তির নাম মুক্তারপুর থেকে পঞ্চবটি সড়কটি। এ নিয়ে মুন্সিগঞ্জের মানুষ কথা বলতে বলতে বিরক্ত হয়ে থেমেও গিয়েছিলেন।
কিন্তু তাদের সেই কথা সংসদে তুলেছিলেন মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া আসনের এমপি মৃণাল কান্তি দাস। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানিয়েছিলেন জাতীয় সংসদে।
এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনঃ সংসদে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার চাইলেন মৃণাল কান্তি দাস
তিনিই ‘আমার বিক্রমপুর’ কে জানালেন মুন্সিগঞ্জবাসীর স্বপ্নপূরণের কথা।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জানান, নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে চর সৈয়দপুরে নির্মানাধীন শীতলক্ষ্যা সেতু পর্যন্ত হবে ফ্লাইওভারটি। এটি ব্যবহারে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে মুন্সিগঞ্জবাসী। এরপর আবার চর সৈয়দপুর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত হবে চার লেন সড়ক। চারলেন সড়কের জন্য জমি অধিগ্রহণ করতে ১৮০০ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। এই প্রকল্পটি একনেকে প্রাক অনুমোদন পেয়েছে। এখন বুয়েটে এই পুরো প্রকল্পের নকশার কাজ চলছে। এরপর আগামী অর্থবছরে এই প্রকল্পটির কাজ শুরু করবে সরকারের সেতু বিভাগ।
ফ্লাইওভার ও চারলেনের এই সড়ক নির্মাণ হলে মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বহুগুন।