৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
ফ্লাইওভার নির্মাণের খবরে মুন্সিগঞ্জে মিষ্টি বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা পর্যন্ত দীর্ঘ ফ্লাইওভার নির্মান এবং চর সৈয়দপুর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণে কাজ শুরু করতে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন এবং এই প্রকল্পের কাজের জন্য নকশা তৈরির কাজ চলছে এমন খবরে মুন্সিগঞ্জে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মুন্সিগঞ্জের পাড়া-মহল্লায় এখন এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনঃ অবশেষে মুন্সিগঞ্জবাসীর জন্য পঞ্চবটি থেকে হচ্ছে ফ্লাইওভার

এদিকে ফ্লাইওভার নির্মানের খবরে মুন্সিগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ সদরের রামপাল কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেলের নির্দেশনায় এই মিষ্টি বিতরণ করা হয় বলে ছাত্রলীগ সূত্রে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো মুক্তারপুর থেকে ঢাকা যাওয়ার এই সড়কটি সংষ্কারের। তাদের দাবির প্রেক্ষিতে আমাদের এমপি মহোদয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানে দৃষ্টি আকর্ষণ করেন। এরপর একনেকে এই প্রকল্পটি প্রাক অনুমোদন পায়। এই খুশির সংবাদটি সবার মধ্যে ভাগাভাগি করতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশে এই মিষ্টি বিতরণ করা হয়।’

error: দুঃখিত!