৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৫
মুন্সিগঞ্জ শতায়ু সংঘের নতুন কমিটি- সভাপতি মুজিবুর, সম্পাদক স্বপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে দুই বছর মেয়াদী শতায়ু সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিম স্বপন।

আজ শনিবার বিকাল ৫টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই দুজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে দুপুর ২ টায় সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা শুরু হয়।

অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, শতায়ু সংঘের সহ সভাপতি মোল্লা শাহাবুদ্দিন অমৃত, আলহাজ্ব মো. শাহজাহান গাজী, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান বাবুল ও প্রধান পৃষ্ঠপোষক আমীর হোসেন মুন্সী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. শাহজাহান শিকদার ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর। এসময় সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

error: দুঃখিত!