২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:০১
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে পোনা মাছ অবমুক্তকরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

“বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগরে ২০২১-২২ অর্থ বছরে সরকারি রাজস্ব অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর/জলাশয়ে রুই জাতীয় পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার একেএম মো. মনিরুল আলম, সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।

দিনব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার ষোলঘর, কুকুটিয়া, রাঢ়িখালসহ বিভিন্ন স্থানে সরকারি খাল ও জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

error: দুঃখিত!