১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৩৪
মুন্সিগঞ্জে মা ইলিশ ধরার সময় হাতেনাতে আটক, দুইজনকে জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও চারজনকে পাচঁ হাজার করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকাল ১০ টা’র দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে মা ইলিশ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় ৫ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার আনোয়ার হোসেন (৪৫) ও ইউনুস (৩০)। তাদের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এসময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একই এলাকার রাজু, শাহ আলম, মোমিন ও রহমত প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন।

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

 

error: দুঃখিত!