মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার শ্রীনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীদের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোছাম্মৎ নিগার সুলতানা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব এ তথ্য নিশ্চিত করেন।
মাদক সেবনের দায়ে লৌহজং উপজেলার বেজগাঁও এলাকার মৃত তপজন শেখের ছেলে মো. মিলন শেখ (৩০) কে ১৫ দিনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়, সিরাজদিখান উপজেলার খিলগাওঁ এলাকার মৃত আলী হোসেন ঢালীর ছেলে মো. নাজমুল ঢালী (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়, শ্রীনগর উপজেলা ভেজগাঁও এলাকার দুলাল মোল্লার ছেলে দীন ইসলাম মোল্লা (৩০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে মো. আবুল হোসেন (৩২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, সিরাজদিখান উপজেলার কয়জুরী এলাকার মৃত তমিজউদ্দিন বেপারীর ছেলে মো. বিদ্যুৎ আলী (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার মৃত আঃ মজিদ খানের ছেলে মো. জয়নাল খানঁ (৪২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২ শত টাকা অর্থদন্ড আদায়ে প্রত্যেককে আরো ২ দিনের কারাদন্ড দেওয়া হয়।