মুন্সিগঞ্জ, ১২ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য হাতেম আলী (৭০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদরের পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালাই। অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ী মো. হাতেম আলী (৭০) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী মো. হাতেম আলী (৭০) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে।
আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।