১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কলেজ ছাত্র শাওন হত্যার প্রতিবাদে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ নভেম্বর, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কলেজ ছাত্র শাওন (১৭) হত্যার প্রতিবাদে বিক্রমপুর আদর্শ কলেজে মানববন্ধন করেছে শিক্ষক ও শাওনের সহপাঠিরা।

আজ মঙ্গলবার দুপুরে বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যপি কলেজ প্রাঙ্গনে মানববন্ধনে অংশ নেয় কলেজের শিক্ষক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

এসময় ছাত্র-শিক্ষকরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সহপাঠি শাওনের হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন। শাওন বিক্রমপুর আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

উল্লেখ্য, গেল শনিবার বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি চরেরগাও এলাকার মৃত খেদমত আলীর দুই ছেলে আবুল হোসেন (৫৫) ও আমির হেসেনের মধ্যে মারামারি হলে কলেজ ছাত্র শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথায় ইটের আঘাত লাগলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে রোববার সন্ধ্যায় মারা যান তিনি।

 

error: দুঃখিত!