১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অটোচালক খুনের বিচারের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মে, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অটোরিক্সা চালক শাহাবুদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

শুক্রবার (২৯ মে) বিকালে উপজেলার চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনকারীরা বলেন, দরিদ্র পরিবারে সন্তান শাহবুদ্দিনকে যারাই হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

মানববন্ধনে নিহতের বাবা-মা ছাড়াও স্থানীয় ইউপি সদস্য জব্বার, সমাজসেবক মোঃ মুক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিখোজের ৩দিন পর গত ২৭ই মে বুধবার গলাকাটা ও অর্ধগলিত অবস্থায় স্থানীয় কুরমিরা এলাকার একটি নির্জন জমি থেকে নিহত শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আবুল শেখ বাদি হয়ে টংগিবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

error: দুঃখিত!