১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা দুর্যোগেও থেমে নেই মাদকবিরোধী অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

করোনাভাইরাস সংক্রমণের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা। নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক কারবারিরা। লকডাউনের মধ্যে মাদকসেবীদের জন্য হোম ডেলিভারিও হচ্ছে।

এদিকে, মাদকের বিস্তার রোধে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় একের পর এক সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

করোনার মধ্যেই শুধু মার্চ ও এপ্রিল মাসে মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৭ টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে কয়েকটি বড় অভিযানও রয়েছে। এতে উদ্ধার করা হয়েছে গাজা, ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিচালক জনাব জামালউদ্দিন আহমেদ এর সহযোগিতায় আমাদের অফিসের কর্মপরিধি ও জনবল আগের তুলনায় বেড়েছে। দেশে যে একটা মহামারি এসেছে এর মধ্যেও আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি।’

তিনি বলেন, ‘যারা মাদকের মাফিয়া ডন, মাদক ব্যবাসায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি।’

এস এম সাকিব বলেন, ‘যদি মানুষের সেবায় কিছু করতে পারি সেটাই আমাদের জন্য ভালো লাগার বিষয়। যেহেতু মাদক একটি সামাজিক সমস্যা। তাই আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মিলিত হয়ে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে কাজ করা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও কর্তব্য মনে করে বসে থাকলে হবে না। অভিযানের পাশাপাশি প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের সার্বিক কার্যক্রম সমানতালে চালাতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের সব পেশা ও মতের লোকদের ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

error: দুঃখিত!