মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ গ্রাম হোরোইনসহ মাদক ব্যবসায়ী মো. সবুজ শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী সবুজ শেখ (৩৫) সদরের জোড়পুকুরপাড় এলাকার ইউনুস শেখের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হোরোইন সহ আসামীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, মাদক বিরোধী আমাদের নিয়মিত অভিযানের ন্যয় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদরের পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জোড়পুকুরপাড় নেহা স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই এলাকার মাদক ব্যবসায়ী সবুজ শেখ (৩৫) ৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।