২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩০
৮ রান করে অাউট অাশরাফুল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে অনুষ্ঠিত ক্লেমন মোতালেব পাটোয়ারি টি-২০ গোল্ডকাপ টুর্নামেন্টে অাজিম ক্লাবের হয়ে মাঠে খেলেছেন ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পরা জাতীয় দলে নিষিদ্ধ খেলোয়াড় মোহাম্মদ অাশরাফুল।

শনিবার সকাল ৯.০০টায় মিরকাদিমে অাজিম ক্রিকেট ক্লাব বনাম লার্ন ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় অাজিম ক্লাবের হয়ে ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে ৮রান করে অাউট হন অাশরাফুল।

error: দুঃখিত!