১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:২১
Search
Close this search box.
Search
Close this search box.
২৮ অক্টোবর মুন্সিগঞ্জ শিল্পকলায় গাইবে ৫টি ব্যান্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) কাচারিতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘মুন্সিগঞ্জ ব্যান্ড মিউজিক কমিউনিটি’র আয়োজনে গান পরিবেশন করবে জাতীয় ও স্থানীয় ৫টি ব্যান্ড দল।

ব্যান্ডগুলো হলো- Subconscious, প্রতীক্ষা, Epic Heavy Metal, 13th Funeral (চট্টগ্রাম) ও মানুষ (মুন্সিগঞ্জ)

তবে কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। এর জন্য প্রবেশ ফি রাখা হয়েছে জনপ্রতি ৩০০ টাকা। ২৮ অক্টোবর (শুক্রবার) দুপুর ৩টায় শুরু হবে কনসার্টটি।

আয়োজকরা ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, কনসার্টের টিকেট পাওয়া যাবে শহরের আফতাব উদ্দিন কমপ্লেক্সের সিক্রেট টেষ্ট (Secret Test) রেস্টুরেন্ট ও সিপাহীপাড়ার হাসান কম্পিউটারের দোকানে।

বিস্তারিত জানা যাবে Munshiganj Band Music Community–MBMC ফেসবুক পেজে।

 

 

error: দুঃখিত!