১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:২০
Search
Close this search box.
Search
Close this search box.
হোসেন্দী ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদর উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থী ও সমর্থকদের মাঝে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিটন মিয়া।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে  ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহাবুব হোসেন মোটরসাইকেল প্রতীক, শাহাপরান আনারস প্রতীক ও মো.রিয়াদ হোসেন দাউদ চশমা প্রতীক  বরাদ্দ পেয়েছেন।

উল্লেখ্য, প্রয়াত হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মারা যাওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ নভেম্বর ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!