মুন্সিগঞ্জ ২ ডিসেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে এস.এম আনিসুর রহমান সভাপতি এবং ফয়সাল হালদার কে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু।
হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আনোয়ার হোসেন হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম আনিসুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ফকির, দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন হালদার, কে-শিমুলীয়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী, টংগিবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, সোনারং- টংগিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান কবির খান, হাসাইল বানারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস শেখ, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ফকির, ওসমান মেলকার, জয়নাল খালাসি প্রমূখ।